মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ছাত্র-জনতার দায়ের হওয়া মামলায় ব্যবসাী ও মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক নেতা মহিম দে মধূকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের এম সাঈফুর রহমান সড়কে অবস্থিত তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাসি ক্লথস্টোরের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় মহিম দে কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,ওই মামলার এজাহারে ১৫৫ জন আসামীর মধ্যে মহিম দে ১৩৪ নং আসামী হিসেবে এজাহারে নাম রয়েছে।
জানা যায়, মহিম দে মধূ মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এছাড়াও তিনি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক।